ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ঝালকাঠিতে বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
ঝালকাঠিতে বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ঝালকাঠি: আসন্ন নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী জীবা আমিনা খানের গাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে জেলা শহরের বিশ্ব রোডে বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে চেহারা মঞ্জিলে পার্ক করে রাখা জীবার গাড়িতে এ হামলা-ভাঙচুর হয়। এ সময় জীবা বাড়িটির ভেতরে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন।

 

পরে তিনি গাড়ির বহর নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে অভিযোগ জানান। কিন্তু ফেরার পথে পুনরায় তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন জীবা আমিনা।  

তিনি সাংবাদিকদের জানান, বহরের পেছনের গাড়িতে থাকা কর্মীদের মারধর করা হলে বেশ কয়েকজন আহত হন।

ঘটনার পর নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে জীবা আমিনা খান বলেন, ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে।  

এ সময় তার সঙ্গে জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর উপস্থিত ছিলেন।

এ বিষয় জানতে চাইলে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তবে এ ধরনের কোনো ঘটনা জানেন না বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। তাদের দাবি, বিএনপি কোন্দল করে নিজেরাই গাড়ি ভাঙচুরের পর অপপ্রচার চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।