ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

কুলিয়ারচরে বিএনপির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
কুলিয়ারচরে বিএনপির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিএনপির নির্বাচনী সমাবেশ চলাকালে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির প্রার্থী শরীফুল আলম ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার উসমানপুর ইউনিয়নের চমুরি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপি প্রার্থী শরীফুল আলম বাংলানিউজকে বলেন, ‘নির্বাচনী সমাবেশে চলার শেষ পর্যায়ে তিনি নিজে বক্তৃতা করছিলেন।

এসময় পুলিশ ও সাদা পোশাকে পুলিশ সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে হামলা চালায়। এতে তিনি পায়ে আঘাত পান। ’ 

এছাড়াও ১৫ জনের মতো আহত হয়েছে এবং পুলিশ তিনজনকে আটক করেছে বলেও দাবি করেন তিনি।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বাংলানিউজকে বলেন, নির্বাচনী সমাবেশের কাছ দিয়ে পুলিশের গাড়ি যাওয়ার সময় বিএনপির সমাবেশ থেকে গাড়িতে হামলা চালায়। পরে পুলিশ এটি প্রতিরোধের চেষ্টা করে। এতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসান আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।