ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

অন্ধকার ঘরে আটকে রেখে খালেদা জিয়াকে নির্যাতন করা হচ্ছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
অন্ধকার ঘরে আটকে রেখে খালেদা জিয়াকে নির্যাতন করা হচ্ছে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাদণ্ড দিয়ে অন্ধকার স্যাঁতসেঁতে ঘরে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। তিনি অসুস্থ থাকার পরও তাকে হাসপাতালে না রেখে কারাগারে রাখা হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, গত ১০ বছর ধরে এই সরকার যে হত্যা, গুম, খুন করেছে তাতে মানুষ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।

বঙ্গবীর কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান এবং ড. কামাল হোসেনকে নিয়ে দেশের স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্ট তৈরি করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় ঐক্য গঠন করে ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে এই সরকারকে সরানোর জন্য সংগ্রাম শুরু করেছি। আমাদের এই সংগ্রাম জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লালের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, মনিরুজ্জামান লাল, বড়গাঁও ইউপি চেয়ারম্যান প্রভাত চন্দ্র সিংহ, ঠাকুরগাঁও সদর উপজেলার সহ-সভাপতি দাহেরুল ইসলাম ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসম্বের ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।