ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

পুলিশ সদর দফতরে বিএনপির প্রতিনিধিদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
পুলিশ সদর দফতরে বিএনপির প্রতিনিধিদল পুলিশ সদর দফতরে বিএনপির প্রতিনিধিদল

ঢাকা: নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করতে পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারীর সঙ্গে সাক্ষাৎ করতে পুলিশ সদর দপ্তরে গিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি বুধবার (১২ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে পুলিশ সদর দফতরে যায়।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন ভাইস-চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পুলিশ প্রধান আব্দুল কাইযুম, মেজর (অব.) কামরুল ও বিজন কান্তি সরকার।

এর আগে বুধবার দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গেও সাক্ষাৎ করেছে প্রতিনিধি দলটি।  

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
পিএম/টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।