ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

পুলিশ সদর দপ্তরে বিএনপির প্রতিনিধিদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
পুলিশ সদর দপ্তরে বিএনপির প্রতিনিধিদল

ঢাকা: নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করতে পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারীর সঙ্গে সাক্ষাৎ করতে পুলিশ সদর দপ্তরে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল।

বুধবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদলটির রাজারবাগে পুলিশ সদর দপ্তরে যাওয়ার কথা রয়েছে।

প্রতিনিধিদলে রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল কাইয়ুম ও বিএনপি নেতা ডা. জেড এম জাহিদ হোসেন।

এর আগে বুধবার দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গেও সাক্ষাৎ করেছে এ প্রতিনিধিদল।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।