ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

প্রচারণায় বাধা দিলে প্রতিরোধের ক্ষমতা রাখি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
প্রচারণায় বাধা দিলে প্রতিরোধের ক্ষমতা রাখি নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা মির্জা আব্বাস। ছবি: বাংলানিউজ

ঢাকা: নির্বাচনী প্রচারণায় বাধা দিতে এলে প্রতিরোধের ক্ষমতা রাখেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। 

বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় মতিঝিল জনতা ব্যাংকের সামনে নির্বাচনী জনসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমরা শুনেছি পরিবাগের দিকে শতাধিক ক্যাডার লাঠি হাতে অপেক্ষা করছে।

আমি বিএনপি নেতাদের বলবো, আমি যাওয়ার পর কেউ হামলা করলে আমি তার প্রতিরোধ করার ক্ষমতা রাখি। তারা দেখি কতো বাধা দিতে পারে। ’

তিনি বলেন, ‘আমরা যুদ্ধ করতে আসিনি। ভোটারদের মন জয় করতে নেমেছি। হামলা কেন? ভোট যুদ্ধ কিন্তু অস্ত্রের যুদ্ধ নয়। ভোট যুদ্ধে আসুন, দেখি কে জিতে।  

‘আজ সকালে পরপর কয়েকবার আমার স্ত্রী আফরোজা আব্বাসের প্রচারণায় হামলা হয়েছে। কিন্তু পুলিশ দাঁড়িয়ে থেকে হামলা দেখেছে। পুলিশের সহায়তায় এই  হামলা করা হয়েছে,’ বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।  

মির্জা আব্বাস বলেন, উসকানি দিয়ে যতই চেষ্টা করুন না কেন? কোনো পরিস্থিতেই ঐক্যফ্রন্ট নির্বাচনী মাঠ ছাড়বে না।  

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা,  ডিসেম্বর ১২, ২০১৮
টিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।