ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বরিশালে বিএনপির দু’গ্রুপে হাতাহাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
বরিশালে বিএনপির দু’গ্রুপে হাতাহাতি বিএনপির দু’গ্রুপে হাতাহাতি, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীনকে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু'গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে বরিশালের রহমতপুরস্থ বিমানবন্দর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা থেকে প্লেনে বরিশালে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদীন।

এসময় শুভেচ্ছা জানাতে তার সমর্থক ও অপর ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সমর্থকরা বিমানবন্দরে যান। পরে জয়নুল আবেদীনকে ফুলের শুভেচ্ছা জানাতে গিয়ে দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কয়েকজন আহত হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বাংলানিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এমএস/টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।