ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপির মনোনয়নে ছাত্রদল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
বিএনপির মনোনয়নে ছাত্রদল

ঢাকা: বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। দলটির ১১টি সহযোগী সংগঠনের মধ্যে ছাত্রদলই হলো তাদের সবচেয়ে বড় শক্তি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রদলের অনেক নেতা মনোনয়ন পেয়েছেন আবার অনেকে মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন।

বাংলানিউজের অনুসন্ধানে এবারের নির্বাচনে ছাত্রদলের বর্তমান কমিটির মাত্র একজন দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি হলেন, বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য।

তিনি ধানের শীষের মনোনয়ন পেয়েছেন মাদারীপুর-২ আসন থেকে, লড়বেন বর্তমান নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের সঙ্গে।

ছাত্রদলের বর্তমান কমিটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান দলীয় মনোনয়ন চেয়ে পাননি। রাজিব বরিশাল-৪ ও আকরাম নরসিংদী-৩ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। বর্তমান কমিটির আরও বেশ কয়েকজন নেতা দলীয় মনোনয়ন চেয়ে পাননি। এদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন (নোয়াখালী-১), সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক (খুলনা-৬), সহ-সভাপতি এজমল হোসেন পাইলট (নেত্রকোনা-১),  সহ-সভাপতি ফেরদৌস মুন্না (চট্টগ্রাম-৪), সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক (ঝিনাইদহ-৩), মনিরুল ইসলাম মনির পটুয়াখালী-২, শেখ আহমেদ সাইমুম (গাজীপুর-৫), সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার (ঢাকা-৭), যুগ্ম-সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা (নরসিংদী-৪) ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুর বেগম সাগরের (নোয়াখালী-৪) নাম জানা গেছে।  

এদিকে ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে এবার যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন-ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন (নরসিংদী-১), ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম (ভোলা-৪), ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (লক্ষীপুর-২), ফজলুল হক মিলন (গাজীপুর-৫), আজিজুল বারী হেলাল (খুলনা-৪), এবিএম মোশাররফ হোসেন (পটুয়াখালী-৪), রকিবুল ইসলাম বকুল (খুলনা-৩),  মিয়া নূর উদ্দিন অপু (শরীয়তপুর-৩), সাইফুল আলম নীরব (ঢাকা-১২), সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-২), সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪), আমিরুল ইসলাম খান আলীম (সিরাজগঞ্জ-৫), আবুল খায়ের ভূঁইয়া (লক্ষীপুর-৩), হাবিবুল ইসলাম হাবিব (সাতক্ষীরা-১), আনিসুর রহমান তালুকদার খোকন (মাদারীপুর-৩), রুহুল আমীন দুলাল (পিরোজপুর-৩)। এছাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব পাবনা-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে মনোনয়ন চেয়ে যারা পাননি তাদের মধ্যে আছেন-সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু (চুয়াডাঙ্গা-১, বিএনপির ভাইস চেয়ারম্যান), সাবেক সভাপতি ড. আসাদুজ্জামান রিপন (ঢাকা-১৩), সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল (ঢাকা-৯), সাবেক সভাপতি আবদুল কাদির ভূঁইয়া জুয়েল (নরসিংদী-৪), সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু (লক্ষীপুর-৪), সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব (ঢাকা-৯), সাবেক সহ-সভাপতি হায়দার আলী লেলিন (ভোলা-১), সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল (ফরিদপুর-২), সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল (ঝিনাইদহ-৩), শেখ শামীম (ব্রাহ্মণবাড়ীয়া-১), মীর সরফত আলী সপু (মুন্সিগঞ্জ-১), হাসান মামুন (পটুয়াখালী-৩) ও তাইফুল ইসলাম টিপু (নাটোর-১)।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।