ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

তিন দফা দাবিতে খাগড়াছড়িতে জেলা বিএনপির সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
তিন দফা দাবিতে খাগড়াছড়িতে জেলা বিএনপির সমাবেশ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনের দাবিতে খাগড়াছড়িতে সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (০৩ অক্টোবর) সকালে শহরের কলাবাগান এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মো. মাহবুব আলম সবুজ, ছাত্রদলের সভাপতি মো. সাহেদ হোসেন সুমন , স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সাগর নোমান প্রমুখ।

 
 
বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটককে রেখে এক তরফা নির্বাচনের দিকে এগুচ্ছে সরকার। সিনিয়র নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করার পায়ঁতারা চালাচ্ছে।
 
অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনের দাবি জানান বক্তারা। এর আগে একই দাবিতে জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।