ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

চৌদ্দগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি’র ১৪ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
চৌদ্দগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি’র ১৪ নেতাকর্মী আটক

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি’র ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর খাঁ বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত নেতাকর্মীরা হলেন- উপজেলা বিএনপি’র যুগ্ম- আহ্বায়ক নুর হোসেন বলাই, কৃষক দলের সভাপতি হাসান শাহরিয়ার খাঁ, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সদস্য এয়াকুব আলী মিয়াজী, পৌর ছাত্রদল কর্মী ওসমান গণী, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি নেতা জাফর আহম্মদ, একই ইউনিয়নের বিএনপি সমর্থক মো. ইয়াকুব, পৌরসভার রামরায় গ্রামের বিএনপি সমর্থক মো. সোহেল, পৌর কৃষক দলের প্রচার সম্পাদক গাজী সেলিম, বাতিসা ইউনিয়ন কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত চৌধুরী, বাতিসা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদ, ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা ইয়াছিন পাটোয়ারী, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক সালেহ আহম্মদ পাটোয়ারী ও উপজেলা কৃষক দলের সদস্য মো. ইমরান।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) শুভরঞ্জন চাকমা জানান, আটককৃতরা মহাসড়কে নাশকতা সৃষ্টির উদ্দেশে জড়ো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা ধাওয়া দিয়ে দলের ১৪ নেতাকর্মীকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।