ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

২০ দলীয় জোটের বৈঠক বুধবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
২০ দলীয় জোটের বৈঠক বুধবার

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক আহ্বান করা হয়েছে। বুধবার (২৭ জুন) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।

এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

সুত্র জানায়, গাজীপুরের নির্বাচনের ফলাফল পরবর্তী রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে ওই বৈঠকে সিদ্ধান্ত হবে। এছাড়া সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াত তাদের প্রার্থীর মনোনয়ন চায়। সে বিষয়েও আলোচনা হবে।  

উল্লেখ্য গত কয়েকদিনে বিএনপির সিনিয়র নেতারা বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন গাজীপুরের নির্বাচন দেখে তিন সিটিতে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।