ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপির সংবাদ সম্মেলন বিকেলে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
বিএনপির সংবাদ সম্মেলন বিকেলে

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন ডেকেছেন।

রোববার (২৪ জুন) বিকেল ৫টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হবে। সেখান স্থানীয় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার, গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হারুন উর রশিদকে প্রত্যাহারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন মির্জা ফখরুল।

আগামী ২৬ জুন জিসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরইমধ্যে প্রার্থীরা প্রচারণা শুরু করে দিয়েছেন।  ২৪ জুন রাত ১২টা পর্যন্ত তারা প্রচারণা করতে পারবেন।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এমএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।