ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদাকে জেলে রেখে কোনো নির্বাচন হবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ৩০, ২০১৮
খালেদাকে জেলে রেখে কোনো নির্বাচন হবে না জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ইফতার মাহফিল

ময়মনসিংহ: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেলে রেখে কোনো সাজানো নির্বাচন এদেশের জনগণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন।

বুধবার (৩০ মে) সন্ধ্যায় নগরীর হরিকিশোর রায় রোডস্থ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ইফতার মাহফিলের আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

জাহিদ হোসেন বলেন, বর্তমান অবৈধ সরকার আদালতকে ব্যবহার করে খালেদা জিয়াকে আটকে রেখেছে।

কারণ খালেদা জিয়ার মুক্তি হলে গণতন্ত্রের মুক্তি মিলবে। এ অবস্থায় সরকার আবারও একটি সাজানো নির্বাচনের পায়তারা করছে। কিন্তু এদেশের জনগণ খালেদা জিয়াকে ছাড়া কোন পাতানো নির্বাচন হতে দেবে না।  

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, শহর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, কোতয়ালী বিএনপির সাধারন সম্পাদক হেলাল আহম্মেদ, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক লিটন আকন্দ, কোষাধ্যক্ষ রতন আকন্দ, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, দপ্তর সম্পাদক এমএ হান্নান খান, যুবদল সভাপতি শামীম আজাদ, সাধারন সম্পাদক খন্দকার মাসুদ, যুবদল নেতা জগলুল হায়দার, ছাত্রদল নেতা তানভীরুল ইসলাম টুটুল, শামসুল আলম উজ্জল প্রমুখ।

এদিকে, একই সময়ে বিকেলে জেলার গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের অনন্তগঞ্জ বাজারে জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ইফতার মাহফিল করে স্থানীয় বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল হক।  

উপস্থিত ছিলেন বিএনপি নেতা আল ফাত্তাহ দুরানী, আব্দুস সোবহান, সগির আহম্মেদ, যুবদল নেতা মনসুরুল আমীন হেলাল, স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম রতন, ছাত্রদল নেতা কাদির, সোহেল, মহিউদ্দিন জুয়েল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৮ 
এমএএএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।