ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

টঙ্গীতে ২০ দলের ২৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ৭, ২০১৮
টঙ্গীতে ২০ দলের ২৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হওয়ার পর টঙ্গীতে লেগুনায় আগুন ও যানবাহন ভাঙচুর করার অভিযোগে ২০ দলীয় জোটের ২৫৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ১০৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত দেড়শ নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়েছে। 

গত রোববার (৬ মে) আটক ১২ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (৭ মে) তাদের গাজীপুর আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে।

মামলার আসামিদের বেশিরভাগই বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে জড়িত। মামলায় একজন বিএনপি নেতার স্ত্রীকেও আসামি করা হয়েছে।  

মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যাওয়া ১২ আসামি হলেন- বিএনপি নেতা হাজী আব্দুস সামাদ (৬০), ফরিদ আহমেদ (৪০), আব্দুর রশিদ (৫৫), গাজী মোশারফ (৩০), সফি উল্লাহ খান (৫৫), আব্দুল্লাহ (৩৩), তৌহিদ ওরফে কাইয়ুম (৩২), আলাউদ্দিন স্বপন (৩২), শহিদুল ইসলাম (২৯), সাব্বির আহমেদ (২৮), আজাদ হোসেন সোহেল (২৭) ও মাকসুদুর রহমান শাকিল (২৬)।  

গাজীপুর সিটি নির্বাচন রোববার বিকেলে হাইকোর্টের আদেশে স্থগিত হয়ে গেলে টঙ্গী কলেজ গেট স্টার ওভেনের সামনে সড়কে একটি লেগুনায় অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুর করা হয়। সেখান থেকে বিএনপি-জামায়াতের ওই ১২ জনকে আটক করে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে রোববার রাতেই এ বিষয়ে মামলাটি দায়ের করেন টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন।

এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন সরকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাবেক কাশিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন সরকার ও তার স্ত্রী, সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক মুসল্লি, কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, কাউন্সিলর সবদের হাসান, সফি উদ্দিন সফি, হেফাজত ইসলামের নেতা মুফতি নাসির উদ্দিন ও মুফতি মাসুদ। এছাড়াও টঙ্গী ও গাজীপুরের বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও মামলায় আসামি করা হয়েছে।  

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বাংলানিউজকে জানান, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, ০৭ মে, ২০১৮
আরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।