ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

আপিলে খালেদার জামিন নিয়ে আদেশ সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
আপিলে খালেদার জামিন নিয়ে আদেশ সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর আদেশের জন্য সোমবার (১৯ মার্চ) দিন ধার্য করেছেন আদালত। 

প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রোববার (১৮ মার্চ) সকালে শুনানি শেষে এ আদেশ দেন।  

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী।
এর আগে রোববার সুপ্রিম কোর্টে প্রবেশে ব্যাপক কড়াকড়ি লক্ষ্য করা গেছে। অন্তত চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়।

আদালতে বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। আইনজীবীদের মধ্যে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, আব্দুর রেজাক খান ও মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

১২ মার্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন স্থগিত চেয়ে পর দিন মঙ্গলবার (১৩ মার্চ) আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুদক।  

পরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ দুই আবেদনের শুনানির জন্য ১৪ মার্চ বুধবার দিন ধার্য করেন।
বুধবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ ও দুদককে জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করতে বলেন চার মাসের জামিন রোববার পর্যন্ত স্থগিত করেন । এ আদেশ অনুসারে পরের দিন বৃহস্পতিবার রাষ্ট্র ও দুদক লিভ টু আপিল দায়ের করেন। যেটির ওপর রোববার শুনানি হয়।

আরও পড়ুন>>
** 
খালেদার জামিন নিয়ে আপিলে শুনানি শুরু

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮/আপডেট: ১৩০১ ঘণ্টা
ইএস/এমএ ​

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।