ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

শফিউল বারী বাবুসহ ১২ জন রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
শফিউল বারী বাবুসহ ১২ জন রিমান্ডে

ঢাকা: রাজধানীর শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ ১২ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (৭ মার্চ) রিমান্ড আবেদনের উপর শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।  

রিমান্ড মঞ্জুর হওয়া অপর আসামিরা হলেন, ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রফিক দেওয়ান সুমন, ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মামুন হোসেন, হাফিজুর রহমান হাফিজ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, দক্ষিণগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আজিজ হোসেন, দাউদকান্দি থানা ছাত্রদলের সহ-সম্পাদক রকিবুল ইসলাম, গৌরিপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার রিমন আহমেদ, দাউদকান্দি থানা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও সহ-সভাপতি রুমন খন্দকার।

 

আসামিদের মধ্যে শফিউল বারী বাবুকে ১০ দিন, অপর ১১ আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন শাহবাগ থানার এসআই অমল কৃষ্ণ দে।

বিচারক শফিউল বারী বাবুর ৭ দিন ও অপর ১১ আসামির প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
 
গত ৬ মার্চ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন শেষে বিনা উসকানিতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।