ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘ছাত্রলীগ কর্মীরাই বিএনপির কর্মসূচিতে বাধা দিয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
‘ছাত্রলীগ কর্মীরাই বিএনপির কর্মসূচিতে বাধা দিয়েছে’ লিফলেট বিতরণকালে মোনাজাত করেন বিএনপির নেতা-কর্মীরা

রাজশাহী: পুলিশের পোশাক পরে ছাত্রলীগ কর্মীরাই রাজশাহীতে বিএনপির কর্মসূচিতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণকালে তিনি এ অভিযোগ করেন।

মিনু বলেন, ‘যতোই বাধা আসুক দলীয় চেয়ারপারসনকে মুক্তির দাবি নিয়ে তারা সাধারণ মানুষের কাছে যাবেন।

জনগণের কাছে এ বার্তা তুলে ধরবেন যে, নেত্রী কোনো দুর্নীতি করেননি। এক সময় সবাইকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনের মাধ্যমে দলীয় প্রধানকে কারামুক্ত করে আনবেনই। এখন তা কেবল সময়ের অপেক্ষা’।  

এরআগে বৃহস্পতিবার সকালে রাজশাহীতে বিএনপির লিফলেট কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধার কারণে প্রথমে লিফলেট বিতরণ করতে পারেনি মহানগর বিএনপির শীর্ষ নেতারা। তবে পরে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে লিফলেট বিতরণ করেন তারা।

প্রত্যক্ষীদর্শরা জানান, বেলা ১১টার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মালোপাড়ায় মহানগর কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচির শুরুর চেষ্টা করেন নেতাকর্মীরা। এসময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে দলীয় কার্যালয়ে জড়ো হন। তবে এর এক ঘণ্টা পর বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তারা লিফলেট বিতরণ করেন।

এসময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ মহানগরীর ৩০টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।