ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

বরিশাল: বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, আগের দায়েরকৃত নাশকতার মামলায় খন্দকার আবুল হাসান লিমনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ড রোড থেকে মহানগর যুবদলের সহ-সভাপতি কামরুল হাসান রতনকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।