ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ভোলায় যুবদলের ২ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
ভোলায় যুবদলের ২ নেতা আটক ভোলায় যুবদলের ২ নেতা আটক

ভোলা: খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে ভোলায় জেলা বিএনপির মানববন্ধন থেকে যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের কালিনাথ রায় বাজার এলাকায় বিএনপির কার্যালয়ের সামন থেকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীদের নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন।

এসময় মানববন্ধনে পুলিশ বাধা দেয় এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের সেলিম ও পৌর যুবদলের আহবায়ক ফারুক সিকদারকে আটক করে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার বাংলানিউজকে বলেন, যুবদলের দুই নেতাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।