ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ময়মনসিংহে বিক্ষোভ চেষ্টাকালে দুই ছাত্রদল কর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
ময়মনসিংহে বিক্ষোভ চেষ্টাকালে দুই ছাত্রদল কর্মী আটক

ময়মনসিংহ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ-মিছিলের চেষ্টাকালে দুই ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- রিজুয়ান খান পাঠান রনি (২৬) ও আশিকুর রহমান (২৭)।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নগরীর ভাটিকাশর এলাকা থেকে তাদের আটক করা হয়।

রাত সোয়া ৭টার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওই এলাকায় ৮ থেকে ১০ জন ছাত্রদল নেতাকর্মী ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এ দু’ছাত্রদল কর্মীকে পুলিশ আটক করে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।