ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

মৌলভীবাজারে বাস-সিএনজি ভাঙচুর, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
মৌলভীবাজারে বাস-সিএনজি ভাঙচুর, আটক ৩

মৌলভীবাজার: খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় প্রকাশের পর মৌলভীবাজার শহরের একটি বাস ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের শমশের নগর সড়কে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- সুমন আহমদ (৩৫), মাসুদুর রহমান (৩০) ও মিল্লাদ হোসেন (২৫)।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন ভূঁইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, খালেদা জিয়ার রায়কে সরকারের সাজানো নাটক উল্লেখ করে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। বিকেল সাড়ে ৩টার দিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মুক্তাদির রাজুর নেতৃত্বে মিছিলটি শহরের কুসুমবাগ এলাকায় বের হলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।