ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ঢাকার পথে খালেদা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
ঢাকার পথে খালেদা  সিলেটে যাওয়ার সময় হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান খালেদা জিয়া। ছবি: সুমন শেখ/বাংলানিউজ

খালেদা জিয়ার গাড়িবহর থেকে: ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটে বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

সোমবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৯ টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউজ থেকে ঢাকার পথে খালেদা জিয়ার গাড়ি বহর রওনা করে।  

এর আগে সন্ধ্যায় সিলেট সার্কিট থেকে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) এর মাজার শরীফ জিয়ারত করেন তিনি।

 

দলীয় সূত্র জানায়, মাজার জিয়ারতের পর সার্কিট হাউজে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেন খালেদা জিয়া। সেখানে রাতের খাবার খেয়ে ঢাকার পথে রওনা হন তিনি।  

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট সার্কিট হাউজে গিয়ে পৌঁছায় খালেদা জিয়ার গাড়িবহর।

সফরে বিএনপি প্রধানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন- দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা।  

এর আগে সকাল সোয়া ৯টায় রাজধানী ঢাকার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে পূণ্যভূমি সিলেটের উদ্দেশে রওনা হয় বিএনপি প্রধানের গাড়িবহর।

** শাহজালাল-শাহ পরাণের মাজার জিয়ারত করলেন খালেদা 

এই সফরে নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা সড়কের দু’পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। খালেদাও গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছার উত্তর দেন।  

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।