ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

হাজারীবাগে ছাত্রদল নেতাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
হাজারীবাগে ছাত্রদল নেতাসহ আটক ২

ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রথম বৈঠকের আগের রাতে আটক আটক হয়েছেন হাজারীবাগ থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ উল্লাহ পলাশ। এছাড়া মামুন নামে আরেকজনকে আটক করা হয়েছে। 

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে হাজারীবাগ থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলীমুজ্জামান আটকের বিষয়টি নিশ্চি করে বাংলানিউজকে বলেন, তাদের থানায় নিয়ে আসা হয়েছে।

 

শনিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খিলক্ষেত এলাকায় লা মেরিডিয়ান হোটেলের বলরুমে অনুষ্ঠিতব্য সভায় উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এসজেএ/এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।