ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদা-তারেককে নির্বাচনের বাইরে রাখার চক্রান্ত হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
খালেদা-তারেককে নির্বাচনের বাইরে রাখার চক্রান্ত হচ্ছে ইসিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যরা

ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখার চক্রান্ত করেছ সরকার।

তিনি বলেন, এটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বাধা। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি, একটি অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নৈতিক অবস্থান থেকে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সিইসিও তার অবস্থান থেকে যা যা করণীয় তা করবেন বলে আমাদের জানিয়েছেন।  

তিনি বলেন, আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। আমরা নির্বাচনের অংশ নিতে চাই। কিন্তু খালেদা জিয়া এবং তারেক রহমানকে যদি নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা হয় তাহলে কেউ নির্বাচনে অংশ নিবে না।

ঢাকা সিটি করপোররেশন নির্বাচনের আদেশের উপর হাইকোর্টের স্থগিতাদেশে বিষয়ে তিনি বলেন, আমরা মনে করি সরকার এ নির্বাচনে পরাজয় এড়ানোর জন্য কৌশলে এটা বন্ধ করেছে।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের কাছে দলের সাংগঠনিক অবস্থা অবহিত করতে সিইসির সঙ্গে বৈঠক করেন বিএনপির এই প্রতিনিধি দল।

সাংবাদিক সঙ্গে আলাপের এক পর্যায়ে রিজভী জানান, ৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।