ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ছাত্র ধর্মঘটে সমর্থন দিলো ছাত্রদল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
ছাত্র ধর্মঘটে সমর্থন দিলো ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়: আগামী ২৯ জানুয়ারি (সোমবার) নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ধর্মঘটে পূর্ণ সমর্থন দিয়ে কর্মসূচি ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দফতর সম্পাদক ইসামন্তাজ ইজাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৩ জানুয়ারি ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের ‘যৌন নিপীড়নকারীর’ বিচারসহ চারদফা দাবি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার, নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি এবং ছাত্রলীগের মিথ্যাচারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ২৮ জানুয়ারি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে।

 

বিক্ষোভ কর্মসূচিতে ঢাবি ছাত্রদল, সব হল ও ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সব নেতাকর্মী অংশগ্রহণ করবে। এছাড়া আগামী ২৯ জানুয়ারি সাধারণ শিক্ষার্থীদের ঘোষিত ধর্মঘটে পুর্ণ সমর্থন জানায় সংগঠনটি।  

ঢাবি ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ধর্মঘট সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।