ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রদলের মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রদলের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়: নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে উপচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কাটাবন এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।  

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী মিছিলে নেতৃত্ব দেন।

পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলো, বর্তমানেও আছে। সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে থাকবে।  

তিনি বলেন, যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে সেই বিশ্ববিদ্যলয়ের সাধারণ শিক্ষার্থীরা যৌক্তিক দাবি উপস্থাপন করার কারণে ছাত্রলীগের কাছে নির্যাতনের শিকার হয়। আবার নির্যাতনের শিকার শিক্ষার্থীরা উপাচার্যের কাছে বিচার চাইতে গেলে তিনি ছাত্রলীগ ডেকে এনে হামলা চালান। তাহলে সাধারণ শিক্ষার্থী কার কাছে যাবে?

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি তানভীর রেজা রুবেল, সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, যুগ্ম-সম্পাদক এমএম মহিন উদ্দিন রাজু, ইকবাল হোসেন শ্যামল, সাইফ মাহমুদ জুয়েল, তানজীল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ আবু তাহের, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, জহিরুল ইসলাম পাটোয়ারী দিপু, নাঈম হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন নাছির, হাসানুর রহমান হাসান, সোহেল সরকার, ফয়সাল, দফতর সম্পাদক এসএম ইসামন্তাজ ইজাজ প্রমুখ।

গত ২৩ জানুয়ারি (মঙ্গলবার) নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে বাম ছাত্রসংগঠনগুলো উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। সেখানে ছাত্রলীগের হামলায় উভয় পক্ষের ৫০ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।