ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

এ সরকারের অধীনে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হতে পারে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এ সরকারের অধীনে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বক্তব্য রাখছেন ডা. এজেডএম জাহিদ হোসেন

সিরাজগঞ্জ: বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, এ সরকার বার বার প্রমাণ করছে, তাদের দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে সংবিধান সংশোধন করে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনই হবে দেশ ও জাতির জন্য কল্যাণকর।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, সরকার এখন উন্নয়ন মেলা করছে।

উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। জনগণের কোনো উন্নয়ন সরকার করেনি। কারণ জনগণের প্রতি তাদের কোনো দায় নেই। জনগণের ভোটে তারা নির্বাচিত হয়নি।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাদ্দেছ আলীর সভাপতিত্বে কর্মীসভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, হারুন অর রশিদ খান হাসান প্রমুখ।

কর্মীসভায় জেলা বিএনপির নেতাকর্মী, বিভিন্ন উপজেলা, পৌর ও থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের ৫ জন করে প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।