ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

মৌলভীবাজারে বিএনপি নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
মৌলভীবাজারে বিএনপি নেতা গ্রেফতার

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ গৌসুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরতলীর জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সৈয়দ গৌসুল মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কদুপুর গ্রামের সৈয়দ আকবর হোসেনের ছেলে। তিনি সদর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান আহমদ বাংলানিউজকে জানান, গৌসুল ইসলামের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় জিআর ২৯০/১৬ নং মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।