ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

লক্ষ্মীপুরে যুবদলের কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
লক্ষ্মীপুরে যুবদলের কমিটি ঘোষণা মতবিনিময় সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সদর উপজেলা (পশ্চিম) যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ ওবায়েদুল হক মিলনকে আহ্বায়ক ও আবদুল মালেককে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর বাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন এ কমিটি ঘোষণা করেন।

এসময় জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ আলী কিরণ, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান সোহেল, যুগ্ম-আহ্বায়ক শাহ মনির চেয়ারম্যান ও জেলা যুবদলের প্রচার সম্পাদক সৌরভ হোসেন ভুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।