ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ-সমাবেশ বরিশালে বিএনপির বিক্ষোভ-সমাবেশ- ছবি: বাংলানিউজ

বরিশাল: গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের অশ্বিনী কুমার হল চত্বরে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চুসহ অন্যান্য নেতারা।

 
পরে বেলা সাড়ে ১১টায় সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এতে মহানগর বিএনপি সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন- গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এখন এক কেজি চাল ৬০ থেকে ৭০ টাকায় কিনে খেতে হয়। পেয়াজের কেজি এখন ১২০ টাকা। শুধু পেয়াজ নয় দেশে আজ কোনো কিছুরই দাম নিয়ন্ত্রণে নেই। এর কারণ বর্তমান অগণতান্ত্রিক সরকার, যার হাতে কোনো কিছুরই নিয়ন্ত্রণ নেই।

বক্তারা আরও বলেন, অগণতান্ত্রিক সরকার জোর করে ক্ষমতায় বসে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। বিনা ভোটে নির্বাচিত হয়ে মানুষের বাক স্বাধীনতা হরণ করে নেওয়া হচ্ছে। মানুষের অধিকারের কথা বলতে গিয়ে পুলিশ বেষ্টনীতে মিছিল সমাবেশ করতে হচ্ছে।

এ সময় গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান বক্তারা।

এদিকে বিএনপির কর্মসূচি চলাকালে অশ্বিনী কুমার হল ও দলীয় কার্যালয় চত্বর ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন থাকতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।