ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

ঢাকা: দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (০৮ ডিসেম্বর) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, রোববার (১০ ডিসেম্বর) রাত ৯টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

 

রোববারের বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, দলের সাংগঠনিক বিষয়াবলীসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।  

এর আগে সোমবার (২৩ অক্টোবর) সবশেষ স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকে কক্সবাজার সফরসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।