ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

নির্বাচন বানচালের ক্ষমতা বিএনপি’র নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
নির্বাচন বানচালের ক্ষমতা বিএনপি’র নেই শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা তুলে দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,  আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ক্ষমতা বিএনপি’র নেই। এ সরকারের অধীনেই তাদের নির্বাচনে আসতে হবে। না এলে তারা অস্তিত্ব সংকটে পড়বে। যারা নির্বাচন ঠেকানোর স্বপ্ন দেখেন তাদের সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের  আব্দুল হান্নান হাওলাদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আব্দুল হান্নান হাওলাদার শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তোফায়েল আহমেদ আরো বলেন, আন্দোলনের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, তাদের জেলে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।

বিএনপি নেতারা যতোই কথা বলুক না কেন নির্বাচনে অংশগ্রহণ ছাড়া তাদের সামনে বিকল্প কিছু নেই।

বিএনপি জোট সরকারের আমলে আমাদের নেতাকর্মীর নামে হামলা মামলা করা হলেও আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা জনগণের জন্য কাজ করি। লালমোহন-তজুমদ্দিনে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, একটি সন্ত্রাসী দল কখনোই ভোট চাইতে পারে না- মন্তব্য মন্ত্রীর।  

ভোলার উন্নয়নের নানা দিক উল্লেখ করে তিনি বলেন, ভোলার নদী ভাঙন রোধে ১৮শ’ কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৪৬৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ সরকারের আমলেই উন্নয়ন হয়। কিন্তু আগে যিনি পানিসম্পদ মন্ত্রী ছিলেন, তিনি নদী ভাঙন রোধে কোনো কাজই করেননি, উন্নয়নের নামে সব লুটপাট করেছেন।  

গ্যাসকে কেন্দ্র করে ভোলায় অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, জেলার উন্নয়ন হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সমিতির সভাপতি অধ্যপক মো. মাকসুদ হেলালী। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক শহিদুল হক মুকুল।  

ঢাকাস্থ ভোলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।  
এসময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা তোফায়েল, ভোলা জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, চিকিৎসক তাসলিমা আহমেদ, শিল্পপতি ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, বোরহানউদ্দিন উপজেলা পষিদের চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী প্রমুখ।  

অনুষ্ঠান পরিচালনা করেন ভোলা সমিতির নেতা এসএম মনিরুজ্জামান লিটন। এসময় জেলার এসএসসি ও এইচএসসি’র ১০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।