ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বগুড়ায় বিএনপির সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
বগুড়ায় বিএনপির সভা বিএনপির সভা, ছবি: বাংলানিউজ

বগুড়া: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
 
সভায় জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, তারেক রহমান জনগণের নেতা।

তিনি কথায় নয় কাজে বিশ্বাসী।
 
বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল হুদা পপনের পরিচালনায় আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মো. শোকরানা, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, ড্যাবের বগুড়া জেলা সভাপতি অধ্যাপক ডাক্তার শাহ মো. শাহাজাহান আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাছেদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা।
 
সভায় বিএনপি নেতা আব্দুর রহমান, মীর শাহে আলম, পরিমল চন্দ্র দাস, আব্দুল ওয়াদুদ, মেহেদী হাসান হিমু, আব্দুল ওয়াদুদ, সাবেক এমপি মোস্তফা আলী মুকুল, শ্রমিকদল নেতা মোশারফ হোসেন স্বপন, লিটন শেখ বাঘা, মাজেদুর রহমান জুয়েল, আলীমুর রাজি তরুণ, মাওলানা ফজলে রাব্বী তোহা, মহিলা দলের নাজমা আক্তার, স্বেচ্ছাসেবক দলের মাহমুদ শরীফ মিঠু, মাহবুব হাসান লেমন, ছাত্রদলের হাসানুজ্জামান পলাশ, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।