ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সরোয়ার আজম খানের মৃত্যুতে খালেদার শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
সরোয়ার আজম খানের মৃত্যুতে খালেদার শোক

ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সরোয়ার আজম খানের মৃত্যুতে শোক জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এক শোকবার্তায় তিনি এই শোক জানান।

শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, সরোয়ার আজম খান ছিলেন বলিষ্ঠ ছাত্রনেতা।

’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ১/১১-এর দুঃসময়ে সাহসী ভূমিকার জন্য দল তাকে চিরদিন স্মরণ করবে। একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে তিনি যথেষ্ট অবদান রেখেছেন। এছাড়া গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। মরহুমের এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

বুধবার রাতে বিএনপির এই নেতা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

অপর শোকবার্তায় শোক জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।