ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

নতুন নির্বাচন কমিশন যেন কোনোভাবে বির্তকিত না হয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
নতুন নির্বাচন কমিশন যেন কোনোভাবে বির্তকিত না হয়

ঢাকা: এবারে নির্বাচন কমিশন যেন কোনোভাবে বির্তকিত না হয় এমন দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব আয়োজিত ‘শীতবস্ত্র বিতরণ-২০১৭’ অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে দেশের পাশাপাশি বিদেশে বাংলাদেশের সম্মানহানী হয়েছে।

আমি সরকারকে বলছি, আগামী নির্বাচন অবাদ ও সুষ্ঠু করতে সব দলের অংশ্গ্রহণের মাধ্যমে একটি নির্বাচন কমিশন গঠন করুন।

তিনি বলেন, এ কমিশন গঠনে লক্ষ্য সরকারের গঠিত সার্চ কমিটিকে বির্তকিত না করা, কমিটিকে বির্তকিত করলে পক্ষান্তরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি’র সম্মানকে বিতর্কিত করা হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা  আতাউর রহমান ঢালী, খন্দকার আব্দুল মোক্তাদি প্রমুখ।

এদিকে শামসুজ্জামান দুদু কয়েকজনকে শীত বস্ত্র বিতরণ শেষে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে না করতেই কম্বল নিয়ে হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত শীত বস্ত্র বিতরণ বন্ধ করে দেন সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।