ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদক পদে বিএনপিপন্থিদের জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদক পদে বিএনপিপন্থিদের জয়

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। বাকি ১০টি পদে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে সংশ্লিষ্ট নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও সমিতির বর্তমান সভাপতি বাধঁন কুমার গোস্বামী এ ফল ঘোষণা করেন।

বিএনপি সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন- সভাপতি বাধঁন কুমার গোস্বামী, সাধারণ সম্পাদক মীর মিজানুর রহমান, সহ-সম্পাদক আবুল বাসার মাসুদ, অডিটর আনিছুজ্জামান আনিছ ও সদস্য কামরুল হাসান কিরণ।

অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন- সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ ভুইয়া, হযরত আলী, সহ-সম্পাদক হারুনুর রশিদ, বিজন কুমার পাল, সদস্য কামরুল ইসলাম, মেহেদী হাসান আকন্দ, আ. আল মামুন, মুহাম্মদ মাহবুব আজাদ খান, মোহাম্মদ মাহমুদুল হাসান, তাসলিমা আবিদ পাপিয়া।

গত ২৯ জানুয়ারি (রোববার) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর রাতভর চলে ভোট গণনা। পরে সোমবার সকালে ফল ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময় ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমএএএম/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।