ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

কোকো'র মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
কোকো'র মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ আরাফাত রহমান কোকো'র দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো'র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরীব-দুঃখীদের মাঝে খাবার বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে এ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল (কেন্দ্রীয় কমিটি)। এ সময় কোকো'র আত্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- বিএনপির উপদেষ্টা জয়নাল আবদিন, কর্মজীবী দলের সভাপতি হাজী মো. লিটন, সাধারণ সম্পাদক সরদার আলতাফ হোসেন, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
জেডএফ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।