ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

তারেকের গ্রেফতারি পরোয়ানায় যুবদলের তিনদিনের বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
তারেকের গ্রেফতারি পরোয়ানায় যুবদলের তিনদিনের বিক্ষোভ

ঢাকা: দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। তারা এর প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে যুবদলের সহ-দফতর সম্পাদক মো. সারওয়ার হোসেন স্বাক্ষরিক এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

যার মধ্যে রয়েছে, শুক্রবার (২৭ জানুয়ারি) সারাদেশে থানায় থানায় বিক্ষোভ।

শনিবার (২৮ জানুয়ারি) সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ এবং রোববার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগরসহ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ।

যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু জাতীয়তাবাদী যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য বিবৃতিতে আহ্বান জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।