ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বগুড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
বগুড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল বগুড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল/ছবি-বাংলানিউজ

বগুড়া: দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রোববার (০৮ জানুয়ারি) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁদ ও উপদেষ্টা মো. শোকরানা প্রমুখ।

গত ০৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে সারাদেশে জেলা, মহানগর সদর ও রাজধানীতে রোববার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭

এমবিএইচ/এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।