ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বগুড়ায় পুলিশি বাধায় বিএনপির কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
বগুড়ায় পুলিশি বাধায় বিএনপির কর্মসূচি ছবি: আরিফ জাহান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপির ডাকা গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি বগুড়ায় পুলিশি বাধায় পণ্ড হয়েছে। পুলিশ বেষ্টনীর মধ্যে সংক্ষিপ্ত সমাবেশ করতে পারলেও মিছিল বের করতে পারেনি দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

দুপুরের পর থেকেই বিএনপির সমাবেশ-মিছিল কর্মসূচি ঘিরে দলীয় কার্যালয়ের সামনে ও নবাববাড়ী রোডে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

সড়কের দু’পাশে কাটা তারের বেষ্টনী দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালো পতাকা হাতে দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দলের নেতাদের ঘোষণায় নেতাকর্মীরা কালো পতাকা ফেলে দিলে পরিস্থিতি শান্ত হয়। তবে পুলিশি বাধায় মিছিল করতে পারেনি দলের নেতাকর্মীরা।

শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, উপদেষ্টা মো. শোকরানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমু প্রমুখ।

কর্মসূচিতে বাধা দেওয়া প্রসঙ্গে সদর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) ফজলে এলাহী বাংলানিউজকে জানানা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কা থেকে বিএনপির কর্মসূচি নিয়ন্ত্রণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এমবিএইচ/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।