ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বরগুনায় পুলিশ প্রহরায় বিএনপি’র সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
বরগুনায় পুলিশ প্রহরায় বিএনপি’র সমাবেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করেছে বরগুনা জেলা বিএনপি’র নেতা-কর্মীরা।

বরগুনা: ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করেছে বরগুনা জেলা বিএনপি’র নেতা-কর্মীরা।বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের কাজী অফিস রোডে বিএনপি কার্যালয়ের সামনে সমাবে অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতাদের অভিযোগ, সমাবেশের আগে জেলা বিএনপি’র সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা ও সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা কালো পতাকা মিছিল বের করলে পুলিশ তাতে ব‍াধা দেয়।

সমাবেশে সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের কর্মীরা অংশ নেয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কা থেকে পুলিশ বিএনপি’র কর্মসূচি নিয়ন্ত্রণ করেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।