ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

৫ জানুয়ারি সিলেটে বিএনপির কালো পতাকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
৫ জানুয়ারি সিলেটে বিএনপির কালো পতাকা মিছিল

সিলেট: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সিলেটে কালো পতাকা মিছিল করবে জেলা ও মহানগর বিএনপি। বুধবার (০৪ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকাল ১১ টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ  থেকে এ কর্মসূচি শুরু হবে।

এক যৌথ বিবৃতিতে জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের নেতাকর্মীদের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগরের সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এনইউ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।