ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নাসিক নির্বাচনে সেনা মোতায়েনের জোর দাবি বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
নাসিক নির্বাচনে সেনা মোতায়েনের জোর দাবি বিএনপির নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী/ ছবি- শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনা মোতায়েনের জোর দাবি জানিয়েছে বিএনপি।

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনা মোতায়েনের জোর দাবি জানিয়েছে বিএনপি।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বার বার আমরা সেনা মোতায়েনের দাবি জানাচ্ছি। কিন্তু সরকার এতে কান দিচ্ছে না। কারণ, সেনা মোতায়েন করলে সরকারের সন্ত্রাসী বাহিনী ভয় পাবে।

রিজভী আরও বলেন, সেনা মোতায়েন না করলে ভোটাররা ভয় পাবে তাই নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নারায়ণগঞ্জ নির্বাচনে সেনা মোতায়েন অবশ্যক।

যদি নির্বাচন কমিশন ও সরকারের সন্ত্রাসী বাহিনী নির্বাচনে হস্তক্ষেপ না করে তাহলে বিএনপি জয়ী হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬

জেডএফ/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।