ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

এবি ব্যাংকের নতুন ব্যাংকিং প্রোডাক্ট ‘এবি নিশ্চিন্ত’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এবি ব্যাংকের নতুন ব্যাংকিং প্রোডাক্ট ‘এবি নিশ্চিন্ত’

ঢাকা: ‘এবি নিশ্চিন্ত’ নামে এক আকর্ষণীয় প্রোডাক্ট উন্মোচন করেছে এবি ব্যাংক। যা ফিক্সড ডিপোজিটের গ্রাহকদের কোনো প্রিমিয়াম দেওয়া ছাড়াই মেট লাইফ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত জীবনবিমা সুবিধা নিতে পারবেন।



মঙ্গলবার (১২ জানুয়ারি) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাজ্জাদ হুসাইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, আবদুর রহমান, ডিএমডি-রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান, অন্যান্য ডিএমডি, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।