ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

বেনাপোলে সোনালী ব্যাংকের ট্রেজারি ও ট্রাভেল বুথ চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
বেনাপোলে সোনালী ব্যাংকের ট্রেজারি ও ট্রাভেল বুথ চালু সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবাইদুল আল মাসুদ ফিতা কেটে শাখা দু’টির উদ্বোধন করেন। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোল বাজারে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখা ও বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে সোনালী ব্যাংকের ট্রাভেল ট্যাক্সের বুথ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ জুলাই) সকাল ১১টায় সোনালী ব্যাংকের সিইও, ব্যবস্থাপনা পরিচালক ওবাইদুল আল মাসুদ ফিতা কেটে শাখা দু’টির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডিজিএম সিরাজুল ইসলাম, জিএম আমির হোসেন, বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল করিম, বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার রকিবুল হাসানসহ স্থানীয় ব্যবসায়ীরা।

উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা বলেন, বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ হাজার যাত্রী যাতায়াত করেন। কিন্তু চেকপোস্ট ইমিগ্রেশনে স্বল্প পরিসরে ব্যাংকের কার্যক্রম চলায় যাত্রীরা ভোগান্তির শিকার হতেন। এখন জনবল বাড়িয়ে বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে ব্যাংকের নতুন বুথ উদ্বোধনের ফলে যাত্রীরা স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। এছাড়া সোনালী ব্যাংক বেনাপোলে ট্রেজারি শাখা উদ্বোধনের ফলে সেখানেও বাণিজ্যিক কাজের গতিশীলতা ফিরে আসবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এজেডএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।