ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

জনতা ও বেসিক ব্যাংকের এমডিকে অপসারণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
জনতা ও বেসিক ব্যাংকের এমডিকে অপসারণ

ঢাকা: রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক জনতার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আব্দুল জব্বার এবং বেসিকের এমডি মো. আনিসুর রহমানকে অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ভিন্ন দুই নির্দেশনায় তাদের চুক্তি বাতিল করা হয়।

অর্থ মন্ত্রণালয় থেকে দুই ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো ভিন্ন দুই চিঠিতে উল্লেখ করা হয়, জনতা ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুল জব্বার এবং বেসিক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমানের সঙ্গে পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ/সম্মতি জ্ঞাপন করা হলো।

ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর ব্যাংকিং খাতের সংস্কারের অংশ হিসেবে ইতোমধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার ব্যবস্থাপনা পরিচালক ও সিইওদের নিয়োগ দেওয়া শুরু হলো।  

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
জেডএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।