ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

মনজুরুর রহমান পূবালী ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুন ৬, ২০২৩
মনজুরুর রহমান পূবালী ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

ঢাকা: পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মনজুরুর রহমান। সম্প্রতি পরিচালনা পর্ষদের ১৩৮৮তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পুনর্নির্বাচিত করা হয়।

   

মঙ্গলবার (৬ জুন) পূবালী ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনজুরুর রহমান ব্যাংকিং, ইন্স্যুরেন্স ও চা উৎপাদন ব্যবসায়ে সুদীর্ঘ ৫৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। তিনি রেমা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ছিলেন।

মনজুরুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন। এছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের নির্বাহী কমিটির একজন নির্বাচিত সদস্য ছিলেন।

তিনি কুমিল্লার চিওড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবার কাজী বাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম খান বাহাদুর মুখলেসুর রহমান ১৯১৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাগক ডিগ্রি অর্জন করেন এবং একজন সফল টি প্ল্যান্টার ছিলেন।

বাংলাদেশ সময় ১৭০৭ ঘন্টা: জুন ৬, ২০২৩
জেডএ/এমএমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।