ঢাকা: ২০১৬ সালের মধ্যে দেশে দেড়লাখ বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।
দেশে ২০ লাখ বায়োগ্রাস প্ল্যান্ট স্থাপন করার সুযোগ রয়েছে বলে কোম্পানিটি দাবি করে।
রোববার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয় বায়োগ্যাস সপ্তাহ ২০১১ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইডকল এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইডকলের পরিচালক (আইন) ফরমানুল ইসলাম।
তিনি বলেন, ইডকল বাযোগ্যাস প্ল্যান্টের আকারভেদে ৯ হাজার টাকা পর্যন্ত অনুদান দিয়ে আসছে।
তিনি দাবি করেন, এ প্ল্যান্ট নির্মাণ করলে ৩ থেকে ৪ বছরের মধ্যে পুরো খরচ উঠে আসে। একটি প্ল্যান্ট প্রায় ৩০ বছরেরও বেশি সময় ব্যবহার করা যায়।
এ সুযোগ পেতে ইডকলের মনোনীত ৩০টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতে হবে।
ইডকলের মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন হলে অনুদানের পাশাপাশি ৫ বছরের নির্মাণ গ্যারান্টিও দেওয়া হচ্ছে।
তিনি দাবি করেন, কাঠ জ্বালানি হিসেবে ব্যবহারের কারণে কার্বণ-ডাই-অক্সাইড (ধোঁয়া) উৎপন্ন হয়। এতে বিশ্বে প্রতিবছর ১৫ লাখ মানুষ মারা যায়। এ প্ল্যান্ট ব্যবহার করলে এ অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়ানো সম্ভব।
এছাড়া জ্বালানি হিসেবে কাঠ ব্যাবহার করার ফলে উজার হচ্ছে বনভূমি, ধ্বংস হচ্ছে পরিবেশ এবং কৃষিজমি হারাচ্ছে উর্বরতা।
তিনি জানান, এ প্ল্যান্ট একদিকে যেমন পরিবেশবান্ধব একইসঙ্গে এর বর্জ্য উন্নতমানের জৈব সার হিসেবে ব্যবহৃত হচ্ছে।
বাংলাদেশে ৬২ ভাগ আবাদী জমিতে প্রযোজনীয় জৈব পদার্থ নেই উল্লেখ করে তিনি বলেন, একটি আদর্শ চাষযোগ্য জমিতে ৩ দশমিক ৫ ভাগ জৈব পদার্থ প্রয়োজন। কিন্তু রয়েছে ১ দশমিক ৭ ভাগেরও কম।
ফরমানুল ইসলাম দাবি করেন, দেশে ২০ লাখ প্ল্যান্ট স্থাপন করতে পারলে জিডিপিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। একেকটি বায়োগ্রাস প্ল্যান্টে প্রতিবছর ৬ টন জৈবসার পাওয়া যাবে।
তিনি বলেন, দেশের মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে কর্মূসূচিকে সফল করতে তিনি গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইডকলের সিইও ইসলাম শরিফ, এসএনভির কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ গোবিন্দরাজ পোখরেল, এনডিবিএমপি সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হক ফয়সাল, এসএনভির সিনিয়র উপদেষ্টা রাজিব মুনানকামি, কেএফডাব্লিউ এর প্রোগ্রাম ম্যানেজার তাজমিলুর রহমান।
উল্লেখ্য, শনিবার শুরু হওয়া বায়োগ্যাস সপ্তাহ ২০১১ এর আজকে দ্বিতীয় দিনে বিভিন্ন স্থানে র্যালি ও গণসঙ্গীতের আয়োজন করা হয়েছে।
এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম, বাংলাদেশ প্রতিদিন, সময় টেলিভিশন ও এবিসি রেডিও।
বাংলাদেশ সময় ১৪৪৭ ঘন্টা, ১৮ ডিসেম্বর, ২০১১