ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

মেয়র ভবনের নাম উত্তর নগর ভবন

জুবায়ের রাকেশ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১১
মেয়র ভবনের নাম উত্তর নগর ভবন

ঢাকা: হরতালে পায়ে আঘাত পেয়ে সাদেক হোসেন খোকা হাসপাতালে। দুপুর থেকে খোকা নাটক জমজমাট।

জজকোর্ট এলাকায় তার নেতৃত্বের মিছিলে পুলিশি অ্যাকশান, এক পর্যায়ে তাকে তুলে নেওয়া কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া এসব কিছুই করেছে পুলিশ। কিন্তু পায়ের আঘাত খোকাকে বাড়ি থাকতে দেয়নি। তাকে নিয়ে যাওয়া হয়েছে গুলশানের ইউনাইটেড হাসপাতালে। সেখানে তার পায়ে ৫টি সেলাই পড়েছে। তা নিয়ে হাসপাতালের বেডে যখন কাতরাচ্ছেন ঢাকার সদ্য সাবেক এই মেয়র ঠিক তখনই দখল হয়ে যাচ্ছে তার গুলশানের বাসভবনটিও। ৮১ গুলশান এভিনিউর ওই বাড়িটি তার ‘মেয়র ভবন’ নামটি এরই মধ্যে হারিয়ে বসেছে। পেয়েছে ‘নগর ভবন’ নামে একটি নতুন নাম। বাড়ির সামনে সাইনবোর্ড লাগানো হয়েছে এই নামে যেটি বিবেচিত হবে উত্তর ঢাকা সিটি কর্পোরেশনের নগর ভবন নামে। বিকেল সাড়ে তিনটার দিকে জনা তিনেক কর্মীকে নেভি ব্লু রংয়ের বোর্ডের ওপর স্টিলের পাতে লেখা আনকোরা ঝকমকে ওই সাইনবোর্ডটি লাগাতে দেখা যায়।

বাংলাদেশ সময় ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।