ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বাংলানিউজ স্পেশাল

মাধ্যমিকের ফরম পূরণে বাড়তি ফি আদায়ের পাঁয়তারা

মাজেদুল নয়ন; স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১১
মাধ্যমিকের ফরম পূরণে বাড়তি ফি আদায়ের পাঁয়তারা

ঢাকা: আগামী ২০১২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)  পরীক্ষার ফরম পূরণে বাড়তি ফি আদায়ের পাঁয়তারা চলছে। নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা জমা দেওয়ার জন্য নগরীর অনেক স্কুলের বোর্ডে নোটিশ টানানো হয়েছে।

এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১ হাজার ২১৫ টাকা।   অপর দিকে মানবিক এবং বাণিজ্য বিভাগে এই ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১২৫ টাকা। কিন্তু, নগরীর অনেক স্কুলেই আড়াই হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার ৫০০ টাকা পর্যন্ত জমা দিতে বলা হয়েছে।

সরেজমিনে নগরীর কয়েকটি স্কুলে গেলেও শিক্ষার্থীরা বাড়তি ফি আদায়ের কথা বলেছেন।

এছাড়া কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং, উন্নয়ন ফি, সেশন ফি’র নামে বাড়তি ফি নেওয়া হচ্ছে।

কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্কুলে কোনো শিক্ষার্থীর জন্য কোচিং বাধ্যতামূলক করা যাবে না।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, আগামী কাল ৩ নভেম্বর বৃহস্পতিবার থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত স্কুলগুলো শিক্ষাবোর্ড থেকে ফরম পূরণের জন্যে পাসওয়ার্ড সংগ্রহ করতে পারবে।

ঢাকা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরিমানা ফি ছাড়া আগামী ১২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

গত ৪ আগস্ট প্রকাশিত বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম পূরণের জন্যে প্রতি বিষয়ের প্রতিপত্রের ফি ৬০ টাকা করে ১২টি (চতুর্থ বিষয়সহ) পত্রের জন্য ৭২০ টাকা, প্রতি ব্যবহারিক বিষয়ের জন্য ৩০ টাকা করে তিনটির জন্য ৯০ টাকা, ট্রান্সক্রিপ্টের জন্য ৩৫ টাকা, মূল সনদের জন্য জন্য ১০০ টাকা, স্কাউটসের জন্য ১৫ টাকা এবং শিক্ষা সপ্তাহের জন্য পাঁচ টাকা ও কেন্দ্র ফি ২৫০ টাকা।

এ হিসেবে একজন বিজ্ঞান বিভাগের পরিক্ষার্থীর দিতে হবে ১ হাজার ২১৫ টাকা।

ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের এ ক্ষেত্রে ব্যাবহারিকের ৯০ টাকা দিতে হবে না।

রাজধানীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজে ফরম পূরণে চাওয়া হচ্ছে সব মিলিয়ে বিজ্ঞান শাখায় ৭ হাজার ৮৩৫ টাকা এবং ব্যাবসায় শিক্ষা শাখায় ৮ হাজার ৮৯৫ টাকা।

এ স্কুলের পরিক্ষার্থীদের বোর্ড ফি ১ হাজার ১৮৫ টাকা এবং ১ হাজার ৯৫ টাকা ছাড়াও জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ১ হাজার ৫০০ টাকা বেতন, উন্নয়ন ফি ১ হাজার টাকা, সেশন ফি ৪ হাজার টাকা জমা দিতে বলা হয়েছে। এছাড়াও বিজ্ঞানের শিক্ষার্থীদের বিজ্ঞানাগার ফি ১৫০ টাকা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কম্পিউটার ফি ১ হাজার ৩০০ টাকা জমা দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ খালেদা হাবীবের সঙ্গে দেখা করলে, বোর্ডের নিয়মের ব্যাপারে তিনি জানেন না বলে উল্লেখ করেন।

রাজধানীর ভিকারুন্নেসা স্কুলের ২০১২ সালের এসএসসি পরিক্ষার্থীদের ফরম পূরণ ঈদের পর থেকে শুরু হবে বলে জানানো হয়েছে।

এ স্কুলের কয়েক শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, শিক্ষকরা মৌখিকভাবে জানিয়েছে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা লাগবে। তবে এ টাকা কোন খাতে নেওয়া হচ্ছে এ ব্যাপারে জানায়নি।

এছাড়াও বনশ্রী হলিক্রিসেন্ট নামে একটি স্কুল নিচ্ছে ৮ হাজার টাকা। এ ক্ষেত্রে পরিক্ষার্থী ২০১১ সালের এক বিষয়ে অকৃতকার্য হলে স্কুলকে দিতে হবে ১০ হাজার ৫০০ টাকা।

ফরম পূরণের জন্যে রাজধানীর আইডিয়েল স্কুল অ্যান্ড কলেজ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে চাওয়া হয়েছে ৭ হাজার টাকা, নারিন্দা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৩ হাজার ২৭৫ টাকা, আদমজী ক্যান্টঃ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২ হাজার ৬০০ টাকা, মোহাম্মদপুর গার্লস হাই স্কুলে নেওয়া হচ্ছে ৬ হাজার টাকা, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে ৬ হাজার ৪০০ টাকা।

সাভারে বিএকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ ৮ হাজার টাকার উপর চেয়েছে বলে বাংলানিউজের কাছে অভিযোগ করেছেন এক অভিভাবক।

ঢাকার বাইরে চাদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া ইউ জি হাইস্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক ফোনে  বাংলানিউজের কাছে অভিযোগ করে বলেন, ‘এ স্কুলে পরিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৩৩০ টাকা করে ফি চাওয়া হয়েছে। ’

অভিযোগ করেছেন অভিভাবক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নীপা সুলতানা।

তিনি বাংলানিউজকে বলেন, ‘রাজধানীর বাইরের স্কুল থেকে অনেক অভিযোগ এসেছে। আসলে এসবের ব্যাপারে সরকারের কোনো রকম মনিটরিং নেই। আমরা সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ’

এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলানিউজকে বলেন, ‘ফরম পূরণের বিষয়ে যে নিয়ম ও ফি ঠিক করা আছে, সেটা অনুসরণ করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। এরপরও যদি কোনো অভিযোগ পাওয়া যায়, তবে খোঁজখবর নিয়ে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসএসসির ফরম পূরণের সময় বাড়তি ফি আদায়ের অভিযোগের ব্যাপারে আন্ত: শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন ক্ষোভ প্রকাশ করে বাংলানিউজকে বলেন, ‘প্রমাণ পেলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১৮৬৭, নভেম্বর ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।